
আলোকঝারির দিনগুলি

বুদ্ধদেব গুহ
রাঁধলা কী? ও বুড়ি?
শিলি বলল।
ফোকলা দাঁতে হাসি ফুটল কিরণশশীর।
–এখনও কিসু রাঁধি নাই। রাঁধবোনে। বুড়ির আবার রাঁধারাধির কী। দুইডা ভাত ফুটাইয়া লমুআনে। একটুক ঘি ফ্যালাইয়া, দুইডা আলু দিয়া দিমু ভাতে। আর কাঁচা মরিচ তো আছেই।
রোজ রোজ এতদেরি কইর্যা রান্ধো ক্যান। শরীলডা এক্কেরেই যাইব। তখন দেখবনে কে!
ক্যান? তুই-ই দেখবি। দেখবি না?