
আরণ্য

বুদ্ধদেব গুহ
তারা কোথায় গেল বল তো? পেছনে নেই তো?
চিকরাসি স্বগতোক্তি করল, বম্বে রোডে গাড়ি চালাতে চালাতে, সামনে তাকিয়ে।
পেছনে থাকতেই পারে না। ওরা কত আগে বেরিয়েছে।
জারুল বলল।
সবে সন্ধে নামছে। ওদের গাড়িটা বিদ্যাসাগর সেতু পেরিয়ে কলকাতার চক্কর এড়িয়ে এসে বম্বে রোড ধরে প্রায় কোলাঘাটের কাছাকাছি চলে এসেছে।
চিকরাসির গাড়ি চালাচ্ছে চিকরাসিই। সাম...