
মানিকচাঁদের কীর্তি

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| অনুপ্রেরণা মূলক |
পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
অবশেষে চোর ধরা পড়ল৷ ক’দিন ধরে পাড়ায় তর্ক চলছিল, চোর না ভূত? ভূত না চোর? ভূত হলে তো ধরাই যেত না৷
এমন এমন চুরির ঘটনা শোনা যাচ্ছিল, যা চোরের কাণ্ড বলে বিশ্বাস করাই শক্ত হচ্ছিল৷
বুলামাসি স্নান করতে ঢুকে সোনার দুল দুটো খুলে রেখেছেন বাথরুমে৷ বেরুবার সময় ভুলে গেলেও মনে পড়ল সাত মিনিট বাদেই৷ এর মধ্যে আর কেউ বাথরুমে যায়নি৷ একদম শিওর৷
দরজা খুলে বুলামাসি দেখলেন, জানলার পাশে যেখান...