
তারপর কী হল

মুহম্মদ জাফর ইকবাল
প্রথম পর্ব
১.১
তারপর?
তারপর আমি চক্ষু মেলে দেখি, কেমন যেন নতুন-নতুন রাস্তা, হুস-হুঁস করে পাশ দিয়ে বড়-বড় গাড়ি যায়, একটা খুব উঁচু গাড়ির মধ্যে দেখি, ঘোড়া ছয়-সাতটা, না, নয়-দশটা ঘোড়া। আর একটা ভ্যান ভরতি কলা, কঁচা কলা, হইলদা না।
জায়গাটা কোথায়?
তা তো জানি না।
সেখানে তুমি গেলে কী ভাবে?...