
নিউইয়র্কের সাদা ভল্লুক

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী২২ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
অতবড় জন্তুটাকে দেখে হঠাৎ সব গাড়ি থেমে গেল।
নদীর অনেক নিচ দিয়ে সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ দিয়ে নিউইয়র্ক শহরে ঢুকতে হয়। সুড়ঙ্গের মধ্যে ধপধপে শ্বেত পাথরে বাঁধানো চওড়া রাস্তা, নিওন আলো জ্বলছে, কে বলবে মাথার ওপর দিয়ে বয়ে চলছে বিশাল চওড়া আর গভীর নদী। মোটর গাড়িগুলো ঘোরানো রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে নেমে যায় সুড়ঙ্গে, তারপর নদীর নিচের রাস্তা দিয়ে একবারও না থেমে পৌঁছে যায় নিউই...