চার দেওয়াল এবং একটি খাট

চার দেওয়াল এবং একটি খাট

সমরেশ মজুমদার

চার দেওয়াল এবং একটি খাট

Books Pointer Iconসমরেশ মজুমদার
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস৩১ মার্চ ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ভালোবাসা মরে গেলে ঘৃণা হয়ে যায়। কিংবা এমনও তো বলা যেতে পারে, যে কোনও ঘৃণার আগে সেই ভালোবাসার শব রয়ে যায়, ডিঙিয়ে কিংবা এড়িয়ে ঘৃণায় বিদ্ধ হতে হয়। কিছু ফিরে তাকিয়ে বুকে জমা মেঘগুলোকে স্পর্শ করতে চাইবার আগেই কখন যে তপ্ত হাওয়ায় মিলিয়ে যায়, হায়, একটা জলের দাগও রেখে যায় না। এখন সেই ভাঙা টুকরো আগুন যা কিনা পোড়া কাঠের তলায় গনগনে তাই আগলে বসে থাকা, শুধু সতর্ক চোখে বাতাসের ...

Loading...