
পোকা

হুমায়ূন আহমেদ
পরিচ্ছেদঃ ০১
আলতাফ হোসেনের নামের শেষে অনেকগুলি অক্ষর।
আলতাফ হোসেন বি এ (অনার্স), এম, এ, বি, টি, এল, এল, বি।
প্রতিটি অক্ষরের পেছনে কিছু ইতিহাস আছে। যেহেতু পোকার নায়ক আলতাফ হোসেন সেহেতু তার ইতিহাস জানা থাকলে পোকার বিষয়বস্তু বুঝতে সুবিধা হবে। অনার্স থেকে শুরু করা যাক। আলতাফের ইচ্ছা ছিল পাস কোর্সে পড়া। তার দূর সম্পর্কের মামা এজি, অফিসের সিনিয়র এসিসটেন্ট বজল...