
দুনিয়ার ঘনাদা

প্রেমেন্দ্র মিত্র
| প্রেমেন্দ্র মিত্র | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৩ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কাঁটা
লাল, না সবুজ?
সবুজ কোথায়? ফিকে গোলাপি পর্যন্ত নয়। একেবারে খুনখারাপি ঘোর লাল যে এখন!
হ্যাঁ, শুধু লাল আর সবুজ নিয়েই আছি কদিন ধরে। মাঝখানে হলদে-উলদে নেই। আমাদের এখানে হয় এসপার, নয় ওসপার। হয় ধন-ধান্য-পুষ্প ভরা, নয় ধু-ধু বালির চড়া।
বাহাত্তর নম্বর বনমালি নস্কর লেনের কথা যে বলছি তা যাঁরা বুঝেছেন লাল সবুজের মানে বুঝতেও তাঁদের নিশ্চয় বাকি নেই।
হ্যাঁ, লাল-সবুজ হল স...