
লালুবাবুর অন্তর্ধান রহস্য

সৈয়দ মুস্তাফা সিরাজ
| সৈয়দ মুস্তাফা সিরাজ | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনশেষ নগরী১১ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
০১.
অজয় সাধুখাঁ ঘরে ঢুকে বললেন–যা ভেবেছিলুম, ঠিক তা-ই ঘটে গেল। প্রবোধকে পইপই করে বলেছিলুম, একটি মাত্র মেয়ে। শিক্ষিতা। দেখতেও মোটামুটি সুশ্রী। বিয়ে যখন দিচ্ছ, তখন পাত্রের ব্যাকগ্রাউন্ড আগে থেকে ভালো করে জেনেশুনে নাও। দিনকাল যা পড়েছে, তা দেখতেই পাচ্ছ। তা প্রবোধ বলল, খোঁজখবর যা নেওয়ার নিয়েছে। পাত্র মেয়ের ফটো দেখেই রাজি। এমন সুযোগ আর পাওয়া যাবে না। পাত্র নাকি রাজা-জমিদারের বংশধর। ন...