
কিশোর কর্নেল সমগ্র ৩

সৈয়দ মুস্তাফা সিরাজ
| সৈয়দ মুস্তাফা সিরাজ | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনSmita Biswash২৮ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আলেকজান্ডারের বাঁটুল
বাঁটুল, ফিরে এস
জিনিসটা দেখতে ক্রিকেটবলের মতো। কিন্তু বেজায় খসখসে এবং কালো রঙের। হাতে নিয়ে দেখলুম বেশ ওজনদারও বটে। সারা গায়ে হিজিবিজি কী সব লেখা আছে দুর্বোধ্য ভাষায়। সেই সঙ্গে জায়গায় জায়গায় সূক্ষ্ম নকশার কারিকুরি। নাড়াচাড়া করে দেখে বললুম, “জিনিসটা কী?”
যিনি এটা নিয়ে সকালবেলা কর্নেল নীল...