
প্রেত প্রেয়সী

অদ্রীশ বর্ধন
প্রথম খণ্ড
(১)
‘দুর্লভ, আমার স্ত্রীকে কিছুদিন চোখে চোখে রাখতে পারবে?’ হঠাৎ গম্ভীর গলায় শুধোলে মহেন্দ্র।
‘কেন বলো তো, পাখা গজিয়েছে নাকি?’ চোখ নাচিয়ে পালটা প্রশ্ন করলাম আমি।
‘বুঝলাম না।’
‘মানে, এদিক ওদিক ওড়বার সখ হয়েছে বুঝি?’
‘যা ভাবছ, তা নয়।’
‘তবে কী?’
‘বুঝিয়ে বলা শক্ত… কীরকম যেন হয়ে গেছে কস্তুরী।’
‘কী মুশকিল, কীরকম হয়ে...