
কর্নেল সমগ্র ৮

সৈয়দ মুস্তাফা সিরাজ
খরোষ্ঠীলিপিতে রক্ত
প্রস্তাবনা
ভদ্রলোক সোফায় বলেই তেতেমুখে বললেন,সবচেয়ে বাজে আর সাংঘাতিক হোক্স যদি কিছু থাকে, তা আছে আর্কিওলজিতে। মাটির তলায় একটা নাকভাঙা পুতুল বেরুলেই গুপ্তযুগ! একটুকরো মেটাল পাতে হিজিবিজি রেখা দেখলেই খরোষ্ঠী লিপি! ব্যাপারটা একটা ফাঁদের মতো। বাবা এই ফাঁদে পা দিয়ে এবার আমাদের ফ্যামিলিকে পথে বসাতে চলেছেন।
অবাক হয়ে লক্ষ্...