আমার বন্ধু বিনোদিয়ারে

আমার বন্ধু বিনোদিয়ারে

জসীম উদ্দীন

আমার বন্ধু বিনোদিয়ারে

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconগান

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০২ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আমার বন্ধু বিনোদিয়ারে

প্রাণ বিনোদিয়া;

আমি আর কতকাল রইব আমার

মনেরে বুঝাইয়ারে;

প্রাণ বিনোদিয়া।

কি ছিলাম, কি হইলাম সইরে, কি রূপ হেরিয়া,

আমি নিজেই যাহা বুঝলাম না সই, কি কব বুঝাইয়ারে;

প্রাণ বিনোদিয়া।

চোখে তারে দেখলাম সইরে! পুড়ল তবু হিয়া,

আমার নয়নে লাগিলে আনল নিবাইতাম কাঁদিয়ারে;

প্রাণ বিনোদিয়া।

মরিব মরিব সইরে যাইব মরিয়া,<...

Loading...