
‘সুখ সুখ’ মুক্তো

আশাপূর্ণা দেবী
আকাশে মাথা তুলে দাঁড়ানো এই বিশাল প্রাসাদখানায় অনেক লোকের বাস। তবে রাজারাজড়াদের আকাশ-চুম্বি প্রাসাদের মতো একনায়ক আধিপত্যের ব্যাপার যে নেই এখানে, তা সকলেই জানে।
আজকাল বড় বাড়ি মানেই তো ছোট বাড়ি। ছোট পরিবার। যার অর্থ সুখে মগ্ন পরিবার। এই বিশাল বাড়িখানার নামও তাই ‘সুখনীড়’।
এই সুখনীড় যেন এই একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান। এখানে যাকে বলে নানা ভাব নানা ভাষা, নানা পরিধান! তবে এই বি...