Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
No results found
  • হোম
আশাপূর্ণা দেবী

@লেখক

আশাপূর্ণা দেবী – সংক্ষিপ্ত জীবনী

আশাপূর্ণা দেবী (৮ জানুয়ারি ১৯০৯ – ১২ জুলাই ১৯৯৫) ছিলেন বিশিষ্ট ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার ও শিশুসাহিত্যিক। সাধারণ নারীর জীবন, চেতনা ও সামাজিক অবস্থান ছিল তার সাহিত্যকর্মের মূল বিষয়। প্রথাগত শিক্ষা না থাকলেও তার অসাধারণ অন্তর্দৃষ্টি, সাহিত্যপ্রীতি ও পর্যবেক্ষণশক্তির জন্য তিনি বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন।

তিনি উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেন এবং শৈশবেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ জন্ম নেয় তার মায়ের উৎসাহে। স্কুলে না পড়লেও মাত্র ছয় বছর বয়স থেকেই তিনি পাঠ্য ও অপাঠ্য বই পড়ে জ্ঞান অর্জন করেন। তার সাহিত্যজীবনের সূচনা হয় শিশুসাহিত্যে লেখালেখির মাধ্যমে, পরে তিনি উপন্যাস ও ছোটগল্পে হাত দেন।

তার বিখ্যাত উপন্যাসত্রয়ী ‘প্রথম প্রতিশ্রুতি’, ‘সুবর্ণলতা’ ও ‘বকুলকথা’ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে গণ্য হয়। জীবদ্দশায় তিনি জ্ঞানপীঠ পুরস্কার, সাহিত্য আকাদেমি ফেলোশিপ, রবীন্দ্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন। প্রায় আড়াই শতাধিক উপন্যাস ও দেড় হাজার ছোটগল্পের রচয়িতা আশাপূর্ণা দেবী বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে থাকবেন।

১৪৫

বার পড়া হয়েছে

৭৪

বইসমগ্র

বইসমূহ
ছোটগল্প
কিশোর সাহিত্য
উপন্যাস
প্রবন্ধ রচনা