ফুল আর হুল

ফুল আর হুল

সঞ্জীব চট্টোপাধ্যায়

ফুল আর হুল

Books Pointer Iconসঞ্জীব চট্টোপাধ্যায়
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনবেলা ২৬ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

সব বাড়িরই একটা পাশের বাড়ি থাকে।

একটা বাড়ি নয়, চারপাশে বাড়ির পর বাড়ি। বাড়ির মৌচাকে এক একটি পরিবার। দিবারাত্র, হল হল গল গল করছে। এ ঢুকছে, ও বেরোচ্ছে। এ চেল্লাচ্ছে, ও গান গাইছে। এ পাশে হরিনাম, ও পাশে রামনাম। বাঁ-দিকে জন্ম, ডান দিকে মৃত্যু। জীবন একেবারে জবজবে।

এর মধ্যে যেকোনো একটা বাড়ি খুব বেশিমাত্রায় পাশের বাড়ি হয়ে ওঠে।


এবাড়ি থেকে দই-ইলিশ গেলে তো, ওবাড়ি...

Loading...