
পালাবার পথ নেই

সুচিত্রা ভট্টাচার্য
প্রথম পর্ব
[এক]
অর্কর সঙ্গে হঠাৎ এভাবে দেখা হয়ে যাবে ভাবতেও পারেনি বিদিশা। তাও আবার এখানে, এই দিঘায়!
গতকালই দুপুরে দিঘায় এসেছে বিদিশা, অর্চিষ্মান। বিয়ের পর এই তাদের দ্বিতীয় সফর। প্রথম বারটা ছিল হানিমুন, মাস সাতেক আগে। জানুয়ারির রক্তজমানো শীতে ডালহাউসি চাম্বা ধরমশালা। তখন ছিল এক ঘোরের সময়, অর্চিষ্মানকে আবিষ্কারের নেশায় তখন তন্ময় ছিল বিদিশা। তবু তার মধ্যেও একটা খুঁতখ...