ধীরেন সরকার চট করে কোনো ব্যাপারে ঘাবড়াবার পাত্র নন। বোরাকপুরের ফাঁকা মাঠের মধ্যে বিশাল বাড়িতে থাকেন একা। দেখাশোনা করার জন্যে অবশ্য ভুলো আছে, সে নাকি এককালে ছিল ডাকাত, কেন না দশ-বারোটা খুনও করেছে, কিন্তু রাত ন-টার পরে থাকাও যানা থাকাও । তাই। আফিংয়ের নেশায় সে তখন অন্য জগতের অধিবাসী। সেই রাত ন-টা থেকে পরের দিন সকাল সাতটা পর্যন্ত ধীরেনবাবুর একমাত্র সঙ্গী তাঁর বিখ্যাত উইনচেস্টার রাইফে...