
তারার দেশের হাঁস

আলী ইমাম
আবদুল্লাহ, মৌসুমী
এবং তাদের সন্তান হামজা, হামনা
পত্রিকা অফিসের টেবিলে ঝুঁকে একমনে লিখছিলেন প্রধান সংবাদদাতা রাফারতি। হঠাৎ ফোন বেজে উঠল। একজন উত্তেজিতভাবে জানাচ্ছে সবুজ প্রান্তরের খামার বাড়ির কাছে সে একটি উড়োজাহাজকে ভেঙে পড়তে দেখেছে। রাফারতি সাথে সাথে গাড়িতে উঠলেন। অন্য সাংবাদিকরা জানার আগেই ত...