
কিশোর রহস্য রোমাঞ্চ গল্পসমগ্র ১

আলী ইমাম
| আলী ইমাম | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনSmita Biswash১০ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
০১. তেঁতুলঝোরার ঝাউবাংলো
বৈশাখের এই লাল রোদের দুপুরগুলো কেমন তেতে থাকে। বাতাস যেন আগুনের হল্কা ছড়ায়। গাছের পাতা থির হয়ে আছে। চারদিক ঝলসাচ্ছে। কেমন ফোসকা পড়া গরম। সাঁ সাঁ করে লোক বোঝাই বাস ছুটে যাচ্ছে । পিকু হাঁটতে হাঁটতে ভাবে, আহ্, এখন যদি ঝমঝম করে বৃষ্টি নামত তবে কী চমৎকারই না হতো। আকাশে জমত ঘন...