
দুগাপুর হল্ট

শ্যামল গঙ্গোপাধ্যায়
দরজা ঠেলে ভেতরে ঢুকতেই থমকে দাঁড়াল সুবিমল ঘােষ। মেঝে থেকে চেয়ারের বসবার জায়গা অব্দি থাকে থাকে সাজানাে। সারা ঘর জুড়ে। এমনকি টেবিলের নীচে পা রাখবার জায়গাও নেই। সেখানেও। নােটের বান্ডিল। সব একশাে টাকার নােট।
বিশ বছরের চাকরি হলেও সুবিমল বেরিয়ে আসছিল। কেননা চেয়ার খালি। দরজা খােলা রেখে এভাবে কেউ এতগুলাে টাকা রেখে বেরােয় ? আজই অবশ্য ভ্যানে করে এ টাকা ব্যাংকে চলে যাবে। যেমন য...