Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
No results found
  • হোম
শ্যামল গঙ্গোপাধ্যায়

@লেখক

শ্যামল গঙ্গোপাধ্যায় জীবনী

শ্যামল গঙ্গোপাধ্যায় (২৫ মার্চ ১৯৩৩ – ২৪ সেপ্টেম্বর ২০০১) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক, সম্পাদক এবং বিশ্লেষণধর্মী লেখক। সাহিত্য সমালোচক হিসেবে তিনি “বৈকুন্ঠ পাঠক” ছদ্মনাম ব্যবহার করতেন। তাঁর সাহিত্যকর্মে যেমন দেখা যায় সমাজ-বাস্তবতা, তেমনি ‘শ্যামল গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প’-এ উঠে এসেছে গ্রামীণ জীবন, চাষাবাদ, এবং সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন।


প্রারম্ভিক জীবন

অবিভক্ত ভারতের খুলনায় জন্মগ্রহণকারী শ্যামল গঙ্গোপাধ্যায়ের আদি নিবাস বরিশালে। তাঁর পিতা মতিলাল এবং মাতা কিরণবালা। খুলনা জিলা স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করে দেশভাগের পরে ১৯৪৭ সালে তিনি কলকাতায় চলে আসেন। ছাত্রজীবনে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং বেলুড়ে ইস্পাত কারখানায় শ্রমিক হিসেবেও কাজ করেন। পরবর্তীতে ১৯৫৬ সালে স্নাতক পাশ করে ১৯৫৭ সালে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন সাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠে।


সাহিত্যকর্ম

শ্যামল গঙ্গোপাধ্যায়ের সাহিত্যজীবনের সূচনা হয় ‘অগ্রণী’ পত্রিকায় “চর” গল্প প্রকাশের মাধ্যমে। পরবর্তীতে তিনি আনন্দবাজার পত্রিকায় যোগ দেন এবং এখানেই প্রকাশিত হয় তাঁর জনপ্রিয় ছোটগল্প “হাজরা নস্করের যাত্রাসঙ্গী”, “ধানকেউটে” সহ একাধিক শ্রেষ্ঠ রচনা। তাঁর প্রথম উপন্যাস ‘বৃহন্নলা’, এবং প্রকৃত জনপ্রিয়তা অর্জন করেন দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত ‘কুবেরের বিষয় আশয়’ এর মাধ্যমে।

শ্যামল গঙ্গোপাধ্যায় রচনাসমগ্রে একদিকে যেমন আছে তীক্ষ্ণ রাজনৈতিক উপলব্ধি, তেমনি অন্যদিকে সমাজ ও সম্পর্কের বিশ্লেষণ। সাহিত্য সমালোচনাও তিনি করেছেন ‘বৈকুন্ঠ পাঠক’ নামে। তিনি ‘যুগান্তর’-এর সাপ্তাহিক সাহিত্য পত্রিকা ‘অমৃত’ সম্পাদনা করেন ছয় বছর। ১৯৯১ সালে ‘আজকাল’ পত্রিকায় যোগ দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত লেখালিখিতে যুক্ত ছিলেন।


শ্যামল গঙ্গোপাধ্যায় শ্রেষ্ঠ গল্প ও রচনাসমগ্র

তিনি কিশোরদের জন্যেও লিখেছেন – যেমন: ‘সাধু কালাচাঁদ সমগ্র’, ‘ক্লাস সেভেনের মিস্টার ব্লেক’, ‘ভাস্কো-ডা-গামার ভাইপো’। দেশভাগ নিয়ে লেখা তাঁর উপন্যাস ‘আলো নেই’ ও শেষ উপন্যাস ‘গঙ্গা একটি নদীর নাম’ বাংলা সাহিত্যে নতুন মাত্রা এনেছে। ১৯৯৩ সালে তাঁর বিখ্যাত উপন্যাস ‘শাহজাদা দারাশিকোহ’ সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত হয়।

গ্রন্থ তালিকা (সংক্ষিপ্ত)

কুবেরের বিষয় আশয়

বৃহন্নলা (পরে অর্জুনের অজ্ঞাতবাস)

শাহজাদা দারাশুকো

আলো নেই

মহাকাল মেলের প্যাসেঞ্জার

গঙ্গা একটি নদীর নাম

হাওয়া গাড়ি

বেঁচে থাকার স্বাদ

কিশোর উপন্যাস: সাধু কালাচাঁদ, মিস্টার ব্লেক, ভাস্কো-ডা-গামার ভাইপো

সম্পাদিত: বাংলা নামে দেশ

শংকর সেনাপতি শ্যামল গঙ্গোপাধ্যায় প্রসঙ্গ

সমসাময়িক লেখক শংকর সেনাপতির সঙ্গে তাঁর সাহিত্যিক সম্পর্ক ও আলোচনাও উল্লেখযোগ্য। তাঁদের লেখালেখির ধারা ও দৃষ্টিভঙ্গির মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও শ্যামল গঙ্গোপাধ্যায়ের রচনার বৈশিষ্ট্য ছিল আরও জীবনঘনিষ্ঠ ও বাস্তবধর্মী।


ব্যক্তিজীবন ও মৃত্যু

১৯৬০ সালে তিনি ইতি সান্যালকে বিয়ে করেন এবং ১৯৬৫ সাল থেকে চম্পাহাটীতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাঁর দুই কন্যা সন্তান রয়েছে। ২০০০ সালে তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে এবং ২৪ সেপ্টেম্বর ২০০১ সালে তিনি মৃত্যুবরণ করেন।


৩০

বার পড়া হয়েছে

১৯

বইসমগ্র

বইসমূহ
উপন্যাস
ছোট গল্প