
দিনের বাগানে

সঞ্জীব চট্টোপাধ্যায়
বিধান আমার কাছে কিছু টাকা ধার চেয়েছিল। আমি ইনিয়ে বিনিয়ে পাশ কাটিয়ে সরে পড়েছিলুম। ধার দেবার মতো টাকা যে আমার ছিল না তা নয়, ব্যাঙ্কে আমার জমে, মাসে মাসেই জমে। জমতে জমতে বেশ কিছু জমেছে। জমাবার একটা নেশা আছে। দুই থেকে তিন, তিন থেকে চার। মাঝে মাঝে পাশবই দেখি আর উৎফুল্ল হয়ে উঠি। বা: কি সুন্দর বেড়ে চলেছে।! বৃষ্টির জলে বালতি পাতার মতো। ধীরে ধীরে বাড়ছে। এক সময় উপচে পড়বে। পারতপক্...