
আরোগ্য নিকেতন

তারাশঙ্কর বন্দোপাধ্যায়
| তারাশঙ্কর বন্দোপাধ্যায় | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনহিয়া মজুমদার১৯ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
স্থাপিত হয়েছিল প্রায় আশি বৎসর পূর্বে। এখন ভাঙা-ভগ্ন অবস্থা; মাটির দেওয়াল ফেটেছে, চালার কাঠামোটার কয়েকটা জায়গাতেই জোড় ছেড়েছে মাঝখানটা খাজ কেটে বসে গেছে কুঁজো মানুষের পিঠের খুঁজের মতো। কোনো রকমে এখনও খাড়া রয়েছে, প্রতীক্ষা করছে তার সমাপ্তির; কখন সে...