
সেই অজানার খোঁজে

আশুতোষ মুখোপাধ্যায়
| আশুতোষ মুখোপাধ্যায় | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনগ্রন্থ চাষী১০ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
দু’রাতের জার্নিতে পথে এরকম একজন সহযাত্রী জুটে যাবে, স্ত্রী মেয়ে বা আমি কেউ আশা করিনি। আমার আর মেয়ের ভিতরটা একটু বিরূপ হয়ে উঠেছিল। স্ত্রীর মুখ দেখে মন বোঝা শক্ত। উনি সব পরিবেশেই ঠাণ্ডা, চুপচাপ।
ময়দানে মস্ত একটা রাজনৈতিক সমাবেশ ছিল সেদিন। বিকেলে মিটিং, দুপুর থেকে মিছিলে মিছিলে বহু রাস্তার সমস্ত যানবাহন বিকল। কম করে তিন সাড়ে-তিন ঘণ্টার জ্যাম। ...