
দিন চলে যায়

সঞ্জীব চট্টোপাধ্যায়
| সঞ্জীব চট্টোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০২ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আমি যে হারানোর কথা বলছি তার জন্যে কেউ কখনো সংবাদপত্রের ‘হারানো প্রাপ্তি নিরুদ্দেশ’ স্তম্ভে বিজ্ঞাপন দেবেন না। এই হারানো আমাদের জীবনে এতই অনিবার্য যার জন্যে আমাদের স্থায়ী কোনো ক্ষোভ নেই। সময় সময় এমনই উদাসীন, কি হারালো বুঝেও বুঝি না, ভেবেও ভাবি না। প্রতি মুহূর্তে মুহূর্ত হারিয়ে যাচ্ছে, প্রতিদিন হারিয়ে যাচ্ছে দিনে। গাছের পাতা যেমন ঝরে যায় তেমনি আবার নব কিশলয়ে নবীন হয়ে ওঠে। কি...