
তেরোর ত্রাস

দীপান্বিতা রায়
উৎসর্গ
ঝিনুক, আরুষ আর রাজাকে
.
ভূমিকা
সন্ধে হয়ে গেছে৷ বাইরে বৃষ্টি পড়ছে৷ ঘরের ভিতর টিমটিমে বাল্বের আলোয় সেজমামাকে ঘিরে বসে ভূতের গল্প শুনছি তুতো ভাইবোনেরা৷ পাড়া-প্রতিবেশীও দু-চারজন আছে৷ গল্প এগোচ্ছে৷ রাতের অন্ধকারে পুরোনো বাড়ির ভিতর থেকে ভেসে আসছে অদ্ভূত শব্দ৷ জলার পেত্নির আলো দেখে পথ হারিয়ে ফেলছে অসহায় পথিক৷ ক্রমশ মামার গা ঘ...