
পুনর্যাত্রা

সমরেশ বসু
পর্ব ১
একসপেলড!
অলক এই শেষ সিদ্ধান্ত ঘোষণা করেছিল। বাকি ছ’জন হাত তুলেছিল। সাত জন এক দিকে। প্রায় অর্ধবৃত্তাকারে বসে ছিল। কয়েক হাত দূরে সকলের মুখোমুখি তাপস। ও চমকায়নি, অবাক হয়নি। চোখের সামনে একটা হাতে তৈরি কাগজের অষ্টাদশ শতাব্দীর সংস্কৃত পাণ্ডুলিপি ভাসছিল। কিন্তু অন্যমনস্ক ছিল না। ছোট ঘর। দরজা জানালা সব বন্ধ। সিমেন্টের সাধারণ মেঝের ওপর একটা মাদুরের ওপর সবা...