
তিলে তিলে তিলােত্তমা

আশুতোষ মুখোপাধ্যায়
| আশুতোষ মুখোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশেষ নগরী০৩ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আজব শহরের আজব বাহার!
ঘড়ি ধরে সন্ধ্যা ছটায় খোলে, নটায় বন্ধ হয়। আশেপাশে প্রায় সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত যাদের দোকান খোলা, তারাও তখন ওদিকপানে চেয়ে থাকে আর বড় বড় নিঃশ্বাস ছাড়ে। প্রাসাদোপম এই অট্টালিকায় অনেক ব্যবসায়ী অনেক রকমের ব্যবসা ফেঁদে বসেছে। কিন্তু বিউটি হাউসের তিন ঘণ্টা ওদের তিরিশ ঘণ্টা।
সব রাস্তা রোমের দিকে। এখানে সব আগন্তুক বিউটি হাউসের দি...