জীবন স্বাদ

জীবন স্বাদ

আশাপূর্ণা দেবী

জীবন স্বাদ

Books Pointer Iconআশাপূর্ণা দেবী
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনদিপা চৌধুরী২৮ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

বদলী করে দিয়েছে, নতুন অফিসের কর্মভার গ্রহণের তারিখ নির্দেশ করে দিয়েছে, দেয়নি শুধু বাসার আশ্বাস।

বাঙালীর ছেলে পাঞ্জাব-সীমান্তের একটি মফঃস্বল শহরে, যেখানে অন্তত তিনশ মাইলের মধ্যে কোনও আত্মীয়ের ছায়ামাত্র নেই, সেখানে হঠাৎ গিয়ে পড়ে যথাসময়ে কাজে যোগ দেবার অসুবিধেটা কতদূর সেকথা বোঝবার দায় সরকারের নয়।


চাকরি নেবার সময় বন্ডে সই করনি তুমি, যে-কোন জায়গ...

Loading...