
গুমোর

বুদ্ধদেব গুহ
সেরাইকেলা থেকে এসে টাটা শহর পেরিয়ে হাইওয়েতে পড়েই ওদের খেয়াল হল যে, তেল নেয়নি। কিছু পথ আসতেই পেট্রোল পাম্প পড়ল সামনে। গাড়ি আস্তে পাম্পে ঢোকাল দীপ।
তাতা বলল, ব্যাটারির জল, মোবিল এসব চেক করেছিলি!
সব, সব। তুমি তো জমিদারবাবু। তখন ঘুমুচ্ছিলে। তা ছাড়া মোবিল তো দেখতে হয় গাড়ি স্টার্ট করার আগে। গাড়ি চললেই মোবিল ওপরে উঠে আসে।
তাতা বলল, আমি আর গাড়ির কী বুঝি? আমার মিনিবাসই ভ...