
একটুকরো আকাশ একফালি চাঁদ

সঞ্জীব চট্টোপাধ্যায়
| সঞ্জীব চট্টোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০২ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আদালত বসছে এ এ এ।
নকিব সুর করে হাঁক ছাড়ল। ধ্বনি, প্রতিধ্বনি। প্রতিধ্বনি। ধ্বনি। কানে তালা লেগে যাবার যোগাড়। মনে হল জিজ্ঞেস করি, মহাশয়, আপনি কি ‘ওসিবিসা’ গানের দলের ডাকু পোট্যাটো! সাহস হল না। আমার বিচার হবে। বিচারার্থীর দুঃসাহস মানায় না। আমি বাবা কলকাতার মাল। আর কিছু জানি আর না জানি, এইটুকু জানি আদালতে ট্যাঁ ফোঁ করলেই শাস্তির মাত্রা চড়চড় করে বেড়ে যায় যেমন ‘ক্যানসার’। ...