অশোক উপাখ্যান

অশোক উপাখ্যান

সুনীল গঙ্গোপাধ্যায়

অশোক উপাখ্যান

Books Pointer Iconসুনীল গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ মার্চ ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

যতদূর মনে পড়ে, ছেলেবেলায় একবারই মাত্র বাবার কাছে খুব বকুনি খেয়েছিল অশোক। তখন তার বয়স মাত্র সাত বছর। সাত বছরই তো, তখন সে ক্লাস টু-তে পড়ে। তখনও আলিপুর পার্ক রোডের বাড়িটা তৈরি হয়নি, ওরা থাকত চিত্তরঞ্জন এভিনিউয়ের হলদে রঙের তিনতলা বাড়িটায়, সে বাড়ির সামনে কোনও বাগান ছিল না, খেলবার কোনও জায়গাই ছিল না।


সেই দিনটা নিশ্চয়ই ছিল রবিবার কিংবা কোনও ছুটির দিন। কারণ, ঘটনাটা ঘটেছ...

Loading...