
বসুধারা

তিলোত্তমা মজুমদার
পর্ব ১
অরুণ সেনের বাড়ির ছাদে প্রতিদিন লাফিয়ে নামেন সূর্য এবং সারা মাথুরের গড়ে আলো ছড়িয়ে দেন। অরুণ সেন এই মাথুরের গড়ে একজন গণ্যমান্য ব্যক্তি সন্দেহ নেই, আবার তাঁকে নগণ্যও বলা চলে, কারণ বৈভব-সাফল্য ছাড়া তাঁর অস্তিত্বে এমন কোনও মন্দির নেই যা তাঁকে তাঁর পরবর্তী ভবিষ্যতে পৌঁছে দেবে। এবং অন্য কারণ—তাঁর চলাফেরায়, জীবনযাপনে, কর্মকাণ্ডে কোথাও এতটুকু গোপনীয়তা নেই। লোকে তাঁকে নিয়ে আর কী...