
ভূতের গল্প

শৈলজানন্দ মুখোপাধ্যায়
| শৈলজানন্দ মুখোপাধ্যায় | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২৮ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আমার নাতিরা বলেছিল তারা নাকি এক বন্ধু পেয়েছে।
‘কোথায় পেয়েছিস?’
তারা বলেছিল, ‘পার্কে।
সেদিন সন্ধ্যাবেলা, দেখি না—আমার দুই নাতি বাচ্চু আর মুকুল টানতে টানতে নিয়ে আসছে এক বুড়ো ভদ্রলোককে।
লোকটির বয়স প্রায় সত্তরের কাছাকাছি। মাথার চুল সব পাকা। মুখে দাঁত বলতে একটিও নেই। হাতে একটা লাঠি। বাঁকা। লোকটি বোধহয় সোজা হয়ে দাঁড়াতে পারে না।
বাইরের ঘরে বসল লোকটি।