
অলীক সুখ

সুচিত্রা ভট্টাচার্য
০১. ইস্পাতনীল মারুতি
ইস্পাতনীল মারুতির বনেটে হেলান দিয়ে ঘন ঘন ঘড়ি দেখছিল কিংশুক। অসহিষ্ণু মুখে। ওফ্, দেবনাথ কুণ্ডু লোকটা তো জ্বালিয়ে দিল! এক্ষুনি আসছি বলে হাওয়া! আসি বলে কাশী গেল নাকি!
পৌনে চারটে বাজে। শীতের বেলা ঝিমিয়ে এলেও আলিপুর আদালতের এখনও দম ফুরোয়নি। গোটা চত্বর জুড়ে তালবেতাল মানুষের ব্যস্ততা। উকিলবাবুরা সাঙ্গোপাঙ্গো নিয়ে চরকি খেয়ে চলেছে, ইতস্তত উদ্বিগ্নমুখ মক্কেল,...