
উড়ো মেঘ

সুচিত্রা ভট্টাচার্য
এক
একটা নয়, দুটো নয়, একসঙ্গে পাঁচ-পাঁচটা বউ নিয়ে সুখে ঘর করছিলেন স্বঘোষিত বহুগামী টমাস গ্রিন। বাধ সাধল উটা প্রদেশের এক আদালত। বহুবিবাহের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন গ্রিন। জুরিদের রায়দানপর্বে গ্রিনের দুই গিন্নি সশরীরে হাজির ছিলেন আদালতে, দুজনেই কাঁদছিলেন ফুঁপিয়ে ফুঁপিয়ে। দুজনেই সমস্বরে আদালতকে জানান ওই বহুগামী স্বামীতেই তাঁরা সন্তুষ্ট, ওই স্বামীতেই তাঁরা একনিষ্ঠ। ঊনত্রিশটি সন্তান...