• হোম

--> Loading...
  • Privacy PolicyTerms & Conditions
Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
  • হোম
শৈলজানন্দ মুখোপাধ্যায়

@লেখক

শৈলজানন্দ মুখোপাধ্যায় জীবনী

শৈলজানন্দ মুখোপাধ্যায় (১৯ মার্চ ১৯০১ – ২ জানুয়ারি ১৯৭৬) ছিলেন একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি সাহিত্যিক, চলচ্চিত্র পরিচালক ও নাট্যপ্রযোজক। বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে তাঁর অবদান চিরস্মরণীয়।


শৈশব ও শিক্ষাজীবন

শৈলজানন্দের জন্ম হয় বর্ধমান জেলার অণ্ডাল গ্রামে, পিতা ধরনীধর মুখোপাধ্যায় ও মাতা হেমবরণী দেবীর সন্তান হিসেবে। তিন বছর বয়সে মাতৃহারা হয়ে মামাবাড়িতে, ধনী কয়লা ব্যবসায়ী রায়সাহেব মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের আশ্রয়ে বড় হন। রানীগঞ্জ শিহারসোল স্কুলে পড়াকালীন কাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। সে সময় শৈলজানন্দ লিখতেন কবিতা, আর নজরুল গদ্য।

প্রথম বিশ্বযুদ্ধের সময় তাঁরা একসঙ্গে যুদ্ধে যোগ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ডাক্তারি পরীক্ষায় শৈলজানন্দ বাদ পড়েন। পরে তিনি নাকড়াকোন্দা স্কুল থেকে ম্যাট্রিক পাস করে বাগবাজারের কাশিমবাজার পলিটেকনিক কলেজে টাইপরাইটিং শেখেন এবং কয়লাখনিতে চাকরি নেন।


সাহিত্যজীবন ও সাহিত্যপ্রতিভা

কুমারডুবি কয়লাখনিতে কাজ করার সময় শৈলজানন্দ মুখোপাধ্যায় কয়লাকুঠির জীবন নিয়ে একের পর এক ছোটগল্প ও উপন্যাস লেখেন, যেখানে খনিশ্রমিকদের বাস্তব অভিজ্ঞতা জীবন্ত হয়ে ওঠে। তাঁর রচনায় উঠে আসে গ্রামীণ শ্রমজীবী মানুষের শোষণ, বঞ্চনা ও স্বপ্নভঙ্গ।

তিনি অচিন্ত্যকুমার সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র প্রমুখের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং কল্লোল ও কালিকলম গোষ্ঠীর গুরুত্বপূর্ণ লেখক হয়ে ওঠেন। বাংলা সাহিত্যজগতে 'বাস্তববাদী পথিকৃৎ' হিসেবে তাঁর খ্যাতি চিরস্থায়ী। তাঁর লেখার ধরনকে অনেকেই "বিকল্প বাস্তববাদ" বলে আখ্যা দিয়েছেন।


চলচ্চিত্র ও রেডিও

শৈলজানন্দ মুখোপাধ্যায় নিজে চিত্রনাট্য লিখে ও পরিচালনা করে একাধিক সিনেমা তৈরি করেন, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য—

নন্দিনী

বন্দী

মানে না মানা (হীরক জয়ন্তীতে প্রথম পুরস্কারপ্রাপ্ত বাংলা ছবি)

শহর থেকে দূরে

আমি বড় হব

রং বেরং

পাতালপুরী (প্রথম চলচ্চিত্র)

আকাশবাণীতে তিনি বহু নাটকের প্রযোজনা ও নির্দেশনাও করেছেন।

পুরস্কার ও সম্মান

আনন্দ পুরস্কার

উল্টোরথ সাহিত্য পুরস্কার

যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি.লিট. ডিগ্রি


মৃত্যু

শৈলজানন্দ জীবনের শেষ দিকে পক্ষাঘাতে আক্রান্ত হন এবং ১৯৭৬ সালের ২ জানুয়ারি কলকাতায় তাঁর জীবনাবসান ঘটে।


উল্লেখযোগ্য রচনাসমূহ

কয়লাকুঠির দেশ

ঝোড়ো হাওয়া (১৩৩০ বঙ্গাব্দ)

ষোলআনা (১৩৩২ বঙ্গাব্দ)

মানুষের মত মানুষ

নারীমেধ (গভীরভাবে আলোচিত)

ভুতুড়ে খাদ শৈলজানন্দ মুখোপাধ্যায় (রহস্যপ্রবণ গল্প)

অভাগা গল্প শৈলজানন্দ মুখোপাধ্যায

ডাক্তার, সারারাত, রূপং দেহি, নন্দিনী, চাওয়া-পাওয়া

স্বনির্বাচিত গল্প

কেউ ভোলে না কেউ ভোলে না (নজরুল স্মৃতিচারণ)


৫৯

বার পড়া হয়েছে

১৯

বইসমগ্র

OR
বইসমূহ
ভূতসমগ্র