ভীষণ কাণ্ড

ভীষণ কাণ্ড

শৈলজানন্দ মুখোপাধ্যায়

ভীষণ কাণ্ড

Books Pointer Iconশৈলজানন্দ মুখোপাধ্যায়
Books Pointer Iconবৈজ্ঞানিক কল্পকাহিনী

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২৮ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আমাদের মানিকতলার আড্ডায় আনন্দকে কেউ কোনও দিন অনুপস্থিত দেখে নাই।

ঝড় হোক, জল হোক, ভূমিকম্প হোক, পৃথিবী উল্টে যাক, আনন্দ আড্ডায় আসবেই। একদিন সে কাঁপতে কাঁপতে আমাদের রবিবারের মজলিশে যোগ দিতে এসেছিল।

তাকে কাঁপতে দেখে বলাই জিজ্ঞাসা করলে, ‘কী রে, অমন ভল্লুকের মত কাঁপছিস্ কেন, বাপ্! এই গরমে আমরা ঘেমে জল হয়ে যাচ্ছি আর তুই উজবুকের মতন শীতে কাঁপছিস?’

আনন্দ মুখে কিছু না বলে হাতটা ...

Loading...