রাত নিঝুম

রাত নিঝুম

নীহাররঞ্জন গুপ্ত

রাত নিঝুম

Books Pointer Iconনীহাররঞ্জন গুপ্ত
Books Pointer Iconগোয়েন্দা সমগ্র

পোষ্ট করেছেনদিয়া মল্লিক২৩ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

(দুই খণ্ড একত্রে)

কিরীটী


কি বিশ্ৰী বর্ষা।


ঝর-ঝর-অবিরাম ঝরিছে তো ঝরছেই-থামবার শীগগিরী কোন সম্ভাবনাই নেই।


তাই আজ কয়দিন থেকেই কিরীটীর মনটাও ঐ বর্ষার মেঘলা আকাশটার মতই যেন ভার ভার হয়ে আছে। হাতে কোন কাজকর্মও নেই। বিশ্ৰী একঘেয়ে—কারও এ ধরণের অবসর ভালো লাগে নাকি?


সারাট...

Loading...