প্রেতপুরী

প্রেতপুরী

শৈলজানন্দ মুখোপাধ্যায়

প্রেতপুরী

Books Pointer Iconশৈলজানন্দ মুখোপাধ্যায়
Books Pointer Iconবৈজ্ঞানিক কল্পকাহিনী

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২৮ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

এক

(কয়লার গুঁড়া বিছানো কয়লাকুঠির পথ। পথের উপর দিয়া মোটাসোটা বেঁটেগোছের এক ভদ্রলোক বাইক হাতে লইয়া পায়ে হাঁটিয়া চলিতেছিলেন, আর এক ভদ্রলোক তাহার কাছে আসিয়া নমস্কার করিলেন। সন্ধ্যা হইয়া আসিয়াছে। দূরে সাঁওতালী কুলি-ধাওড়া হইতে মাদল ও বাঁশির আওয়াজ শোনা যাইতেছিল।)

—নমস্কার। ম্যানেজার বাবুর বাসা কি এইটে?

—নমস্কার। আজ্ঞা না। এডা আমাদের কর্মচারীদের মেছ। আপনি বুঝি এহানে— এই...

Loading...