
সোনার খাঁচার বুকে রহিব না আমি

জীবনানন্দ দাশ
| জীবনানন্দ দাশ | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সোনার খাঁচার বুকে রহিব না আমি আর শুকের মতন;
কি গল্প শুনিতে চাও তোমরা আমার কাছে — কোন্ কোন্ গান, বলো,
তাহলে এ — দেউলের খিলানের গল্প ছেড়ে চলো, উড়ে চলো, —
যেখানে গভীর ভোরে নোনাফল পাকিয়াছে, — আছে আতাবন,
পউষের ভিজে ভোরে, আজ হায় মন যেন করিছে কেমন; —
চন্দ্রমালা, রাজকন্যা, মুখ তুলে চেয়ে দেখ — শুধাই , শুন লো,
কি গল্প শুনিতে চাও তোমরা আমার কাছে, — কোন্...