সে তো সে দিনের কথা, বাক্যহীন যবে

সে তো সে দিনের কথা, বাক্যহীন যবে

রবীন্দ্রনাথ ঠাকুর

সে তো সে দিনের কথা, বাক্যহীন যবে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


সে তো সে দিনের কথা, বাক্যহীন যবে

এসেছিনু প্রবাসীর মতো এই ভবে

বিনা কোনো পরিচয়, রিক্ত শূন্য হাতে,

একমাত্র ক্রন্দন সম্বল লয়ে সাথে।

আজ সেথা কী করিয়া মানুষের প্রীতি

কণ্ঠ হতে টানি লয় যত মোর গীতি।

এ ভুবনে মোর চিত্তে অতি অল্প স্থান

নিয়েছ, ভুবননাথ। সমস্ত এ প্রাণ

সংসারে করেছ পূর্ণ। পাদপ্রান্তে তব

প্রত্যহ যে ছন্দে-বাঁধা গীত নব নব

দি...

Loading...