
অমোঘ আঁধার রাতে

জীবনানন্দ দাশ
অমোঘ আঁধার রাতে
সাগরের চিতা ঢেউয়ে
ফেনার উপর দিয়ে ভেসে যেতে যেতে লক্ষ লক্ষ মাইল
পাখিদের প্রাণে মৃত্যু আসে
সূর্যমন্দিরে পাটাতনে লোক কোলাহলে জেগে আমরাও
আমাদের পাঁজরের তলে সেই নিশিত সমুদ্র আবিষ্কার করি।
কারও সাথে মধ্যাহ্নে ক্ষমাহীন পথে
বারবার চোখাচোখি হয়
সেই চোখাচোখি: মৃত্যু।
কোনো এক প্রেম আমার দেহের স...