সময়কে ধরে রাখা মহা দায়

সময়কে ধরে রাখা মহা দায়

জীবনানন্দ দাশ

সময়কে ধরে রাখা মহা দায়

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৪ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


সময়কে ধরে রাখা মহা দায়

গভীর মাশুলে তারে কেনা যায়

তবুও হাঁটিতে হয়—তবুও ছুটিতে হয়

অনেক সময়ই ডেঁপো অসময়

কেবল সারস ওই সারাদিন

শুধিছে নভের কাছে নীল ঋণ

শবের চালানি ক’রে কে তারে গুদামে পায়।


ঢাউস জাহাজ আসে মালয়ের থেকে

উটের মহান মাথা নীলিমায় রেখে

সাগরকে মনে করে মরুভূমি

তার কাছে কঙ্কাল আমি—তুমি

...

Loading...