শিববিবাহের সম্বন্ধ

শিববিবাহের সম্বন্ধ

ভারতচন্দ্র রায়গুণাকর

শিববিবাহের সম্বন্ধ

Books Pointer Iconভারতচন্দ্র রায়গুণাকর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৮ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

এরূপে নারদ মুনি বীণা বাজাইয়া।

উত্তরিলা হিমালয়ে নাচিয়া গাইয়া।

দেখেন বাহিরে গৌরী খেলিছেন রঙ্গে

চৌষট্টি যোগিনী কুমারীর বেশ সঙ্গে!

মৃত্তিকার হর গৌরী পুত্তলি গড়িয়া।

সহচরীগণ মেলি দিতেছেন বিয়া॥

দেখি নারদের মনে হৈল চমৎকার।

এ কি কৈলা মহামায়া মায়া অবতার।

দণ্ডবৎ হয়ে মুনি করিলা প্রণাম।

আজি বুঝিলাম সিদ্ধ হৈল হরি নাম।

অভীষ্ট হউক সিদ্ধ বর দিয়া নে।...

Loading...