
মুর্তি চুরি

অজেয় রায়
দু’চারটে কথার পরেই বঙ্গবার্তা’র রিপাের্টার দীপক রায় উৎসাহিত কণ্ঠে বলল, ‘একটা নতুন আইডিয়া এসেছে। বীরভূম জেলার গ্রামে গ্রামে ঘুরে মন্দিরগুলাে নিয়ে স্টোরি করব কাগজে।’
‘সে তাে গাদা মন্দির। কত লিখবে?’ বঙ্গবার্তার সম্পাদক শ্রীকুঞ্জবিহারী মাইতির ভুরু কুঁচকোয়।
‘না না, সব নয়। যেগুলাের হিস্ট্রি বেশ ইন্টারেস্টিং, শুধু সেগুলাে নিয়ে।’ জানায় দীপক।
‘তা মন্দ নয়। করাে।’...