
স্বর্গকেনা

আশাপূর্ণা দেবী
আলোর ফুল
জগতে অনেক অসাধারণ ঘটনা ঘটে, এটা হয়তো তারই একটা উদাহরণ। নন্দিতা আর সুমন্তর কাহিনীর কথা বলছি।
প্রথম একদিন মাত্র ট্রামে একটু কাছাকাছি বসার সূত্রে দু জনে দু জনের প্রতি আকর্ষণ অনুভব করেছিল, আর সেই আকর্ষণের জোরে অনবরত আরও কাছাকাছি হবার চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত যে দুজনে একসূত্রে বাঁধা পড়ে গিয়েছিল, এ ঘটনাকে আমি ‘অসাধারণ’ বলছি না। এ তো সৃষ্টির আদিকাল থেকেই চলছে, দর্শন মাত্...