শাখ ই নবাত

শাখ ই নবাত

কাজী নজরুল ইসলাম

শাখ ই নবাত

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

শাখ-ই-নবাত শাখ-ই-নবাত! মিষ্টি রসাল ‘ইক্ষু-শাখা’।

বুলবুলিরে গান শেখাল তোমার আঁখি সুরমা-মাখা।

বুলবুল-ই-শিরাজ হল গো হাফিজ গেয়ে তোমার স্তুতি,

আদর করে ‘শাখ-ই-নবাত’ নাম দিল তাই তোমার তুতি।

তার আদরের নাম নিয়ে আজ তুমি নিখিল-গরবিনি,

তোমার কবির চেয়ে তোমায় কবির গানে অধিক চিনি।

মধুর চেয়ে মধুরতর হল তোমার বঁধুর গীতি,

তোমার রস-সুধা পিয়ে, তাহার সে-গান তোমার স্মৃতি।<...

Loading...