পূর্বরাগে রসনার স্থান

পূর্বরাগে রসনার স্থান

আশাপূর্ণা দেবী

পূর্বরাগে রসনার স্থান

Books Pointer Iconআশাপূর্ণা দেবী
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনশেষ নগরী১৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

কিছুদিন আগেও ভয়েল শাড়ীর চলন ছিল, এখন নাই। পয়সা দিয়া কেহই আর কিনিয়া পরে না।

একদা যাহারা অনেক সাধে ও অনেক সাধনায় চড়া দাম দিয়া কিনিয়া ফেলিয়াছে, তাহারা এখন কাটিয়া কাটিয়া জানালার পর্দা অথবা খুকির ঘাগরা বানাইতেছে।

ভালই করিয়াছে। ঘরের সৌষ্ঠব ও আর্থিক অপচয় উভয় দিকই রক্ষা হইয়াছে।

বিবাহের চলন সেদিন পর্যন্ত ছিল; এখন নাই। ভদ্রলোকে কেহই আর বিবাহ করে না।


ক...

Loading...